খাশোগি খুন হয়ে থাকলে সৌদিকে কঠিন শাস্তি পেতে হবে: ট্রাম্প নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক: নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগি খুন হয়ে থাকলে সৌদি আরবকে কঠিন শাস্তি পেতে হবে বলে হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘সিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন বলে জানিয়েছে রয়টার্স। ট্রাম্প বলেন, আমরা এর শেষ দেখতে চাই এবং এর সঙ্গে জড়িতদের কঠিন শাস্তি দেয়া হবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে খুন করার নির্দেশ দিয়েছেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, এখনো কেউ কিছু জানে না কিন্তু আমরা সম্ভবত বিষয়টি জানতে সক্ষম হবো। তবে এমন কিছু ঘটলে আমরা খুবই মর্মাহত ও ক্ষুব্ধ হবো। তিনি বলেন, খাশোগির সঙ্গে বিপজ্জনক কিছুই ঘটেছে কারণ তিনি একজন সাংবাদিক। কিন্তু সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধ করা নিশ্চয়ই এর বিকল্প হতে পারে না বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, আমি ব্যবসায়িক ক্ষেত্রে আঘাত হানতে চাই না। একাধিক তুর্কি সূত্র রয়টার্সকে বলেছে, পুলিশের প্রাথমিক মূল্যায়ন হলো দূতাবাসের ভেতরে খাশোগিকে ইচ্ছাকৃতভাবেই খুন করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রিয়াদ। সৌদি আরবের বিশিষ্ট সমালোচক,লেখক ও সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি দূতাবাস পরিদর্শনের পর থেকে নিখোঁজ আছেন। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: খাশোগি খুন হয়ে থাকলে সৌদিকে কঠিন শাস্তি পেতে হবে: ট্রাম্প