কাশ্মীরে ৩ পুলিশকে অপহরণের পর হত্যা

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮

ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারো তিন পুলিশকে অপহরণ করে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। আজ শুক্রবার সকালে দক্ষিণ কাশ্মীরে এই ঘটনা ঘটে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চার পুলিশ সদস্যের বাড়িতে ঢুকে তাদের অপহরণ করে বিচ্ছিন্নতাবাদীরা। অপহৃত তিনজনই বিশেষ পুলিশ অফিসার। তাদের প্রত্যেকেই কাপ্রান গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, জঙ্গিরা তাদের আগেই হুমকি দিয়ে বলেছিল, অবিলম্বে পুলিশের পদ থেকে সরে না গেলে তাদের দুর্ভোগ পোহাতে হবে। বাস্তবেও তাই হলো।

অপহরণের ঘটনার পর গ্রামবাসীদের দ্রুত তৎপরতায় তাদের মধ্যে একজন জঙ্গিদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারলেও বাকিরা পারেননি। তাদের গ্রামের কাছেই শোপিয়ানে ওই তিন নিহত পুলিশের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়।

/এমএম

Comments