কাশ্মীরে এক কিশোর নিহত, উত্তপ্ত শ্রীনগর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯ কাশ্মীরে এক কিশোরের নিহতের ঘটনায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ মৃত্যুকে ঘিরে পুনরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে শ্রীনগরে। গালফ নিউজের বরাতে জানা যায়, ৫ আগস্ট বিশেষ মর্যাদা বাতিলের পর বিক্ষোভে অংশ নেয় ওই কিশোর। এতে নিরাপত্তা বাহিনীর ছোড়া পেলেট বন্দুকের শিকার হয়ে গুরুতর আহত হয়েছিল সে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ১৬ বছর বয়সী আসরার আহমদ খান এক বিক্ষোভে গুরুতর আহত হয়েছিল। শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এসকেআইএমএস) চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে সে মারা যায়। বার্তা সংস্থা রয়টার্সকে জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং বলেন, মানুষ সহিংসতা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। ওই সময় নিরাপত্তা বাহিনীর প্রতি ছোড়া এক পাথরের আঘাতে সে আহত হয়। ভারত সরকার গত এক মাসে আনুষ্ঠানিকভাবে এই প্রথম কাশ্মীরে কোনো মৃত্যুর ঘটনা স্বীকার করল। তবে তার মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে ভিন্ন খবর। যার সঙ্গে কাশ্মীর পুলিশের বক্তব্য সাংঘর্ষিক। একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, পেলেট বন্দুকের শিকার হয়েছিল কিশোর আসরার। মাথায় গুলিবিদ্ধ হয়েছিল সে। শ্রীনগরে দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কানওয়াল জিত সিং ধিলন বলেন, ৬ আগস্ট পাথরের আঘাতে আহত হয়েছিলেন আসরার। এসব মৃত্যুর জন্য পাকিস্তানের খেলার পুতুল পাথর নিক্ষেপকারী সন্ত্রাসীরাই দায়ী। এদিকে গত এক মাসে রাজ্যটিতে ৮০ জন বেসামরিক লোক পেলেট বন্দুকে আহত হয়েছেন। সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়। সংবিধানের ৩৭০ ধারা তুলে নিয়ে বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার প্রতিবাদে মানুষ বিক্ষোভ সৃষ্টি করলে তাদের ওপর নিরাপত্তা বাহিনী পেলেট বন্দুক হামলায় চালায়। এতে এসব আহতের ঘটনা ঘটে। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: