ওয়েব সিরিজ দেখে ছাত্রীর রহস্যময় আত্মহত্যা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯ মুখে প্লাস্টিক ঢাকা, হাতের শিরা কাটা, রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। পাশে পড়ে রয়েছে সার্পনারের ব্লেড, তিনপাতার সুইসাইড নোট আর রক্তমাখা কলম। ভারতের কলকাতার জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন ক্যাম্পাসে ঠিক এই অবস্থাতেই শৌচাগার থেকে উদ্ধার করা হয় দশম শ্রেণির ছাত্রী কৃত্তিকা পালের মরদেহ। প্রথমে এই ঘটনার পিছনে খুনের সম্ভবনা দেখছিলেন গোয়েন্দারা। কিন্তু তদন্ত যত এগিয়েছে ততই এই ঘটনা আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে হুবহু মিল রয়েছে সম্প্রতি প্রকাশিত একটি ওয়েব সিরিজের। তদন্তে জানা গিয়েছে, অবসরে বেশিরভাগই ওয়েবসিরিজ দেখত কৃত্তিকা। তাহলে কী আত্মহত্যার প্ররোচনা মিলেছিল ওই ওয়েবসিরিজ থেকেই। সেই কারণেই কি ফিল্মি কায়দায় শিরা কেটে এবং প্লাস্টিকে নিজের শ্বাসরোধ করে মৃত্যুর পথ বেছে নিল সে? এভাবে আত্মঘাতী হওয়ার ঘটনায় উঠছে একের পর এক প্রশ্ন। প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জানাচ্ছেন, রীতিমতো পূর্বপরিকল্পিত এই সিদ্ধান্ত। সে জানত শুধুমাত্র শিরা কাটায় মৃত্যু নাও হতে পারে আর সেই কারণেই তৈরি ছিল প্লান বি-ও অর্থাৎ শ্বাসরোধের পরিকল্পনা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এই ঘটনাকে আত্মহত্যা বলেই চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক অনুমান ওয়েব সিরিজের থেকে প্রভাবিত হয়ে এই ধরনের আত্মহত্যার কৌশল স্থির করেছিল কৃত্তিকা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া Comments SHARES আন্তর্জাতিক বিষয়: