ইলাহাবাদের নাম বদলে হচ্ছে প্রয়াগরাজ

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৮

মুঘলসরাইয়ের পর এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাচীন এলাহাবাদ শহরের নাম প্রয়াগরাজ রাখার সিদ্ধান্ত নিলেন। মুখ্যমন্ত্রীর প্রস্তাব রাজ্যপাল রাম নায়েক অনুমোদন দিয়েছেন।

এলাহাবাদে গঙ্গা, সরস্বতী ও যমুনা নদীর সঙ্গমস্থলে আগামী জানুয়ারি মাসে হিন্দুদের কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। তার আগে হিন্দু ধর্মগুরুরা উত্তর প্রদেশ সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন এলাহাবাদ নাম পরিবর্তন করার। শহরের নামও হবে প্রয়াগ।

এর আগে মুঘলসরাইয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল আরএসএসের তাত্ত্বিক নেতা দীন দয়াল উপাধ্যায়ের নামে।

প্রাচীনকালে এই শহরের নাম ছিল প্রয়াগ, যার অর্থ উৎসর্গের স্থান। ঐতিহাসিকরা বলেন, ১৫৭৫ সালে সম্রাট আকবর এই স্থানের নাম দিয়েছিলেন ইলাহাবাদ যার ফার্সিতে অর্থ হলো সোনার স্থান। আকবর নামায় এর উল্লেখ রয়েছে।

Comments