বছরের সেরা ‘বিশ্ব মুসলিম ব্যাক্তিত্ব’ খেতাব পেলেন এরদোগান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব’ ঘোষণা করা হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে। নাইজেরিয়ার একটি ইসলামপন্থী প্রভবশালী দৈনিক এরদোগানকে এভাবে উল্লেখ করে। বিশ্বজুড়ে নিপীড়িত মুসলমানদের অধিকারের পক্ষে কাজ করায় পত্রিকাটির প্রশংসা কুড়িয়েছেন এরদোগান। দৈনিকটির প্রকাশক রাশেদ আবু বাকার বলেন, এরদোগানকে ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব’ হিসেবে বেছে নেয়া হয়েছে। এ ক্ষেত্রে তিনি যে প্রভাব বিস্তার করেছেন, তা নিয়ে কোনো বিতর্ক নেই। নাইজেরিয়ার মুসলমানদের মধ্যে বিপুলসংখ্যক এরদোগান সমর্থক রয়েছেন। তিনি বলেন, বিশ্বে যেখানে মুসলমানদের কণ্ঠ রুদ্ধ ও প্রতিরোধহীন করে দেয়া হয়েছে, সেখানে এরদোগান নিজের কণ্ঠ আরও উচ্চকিত করে তাদের নেতায় পরিণত হয়েছেন। যদিও তার বিরুদ্ধে নানা নোংরা প্রচার হয়েছে। পত্রিকাটির প্রকাশক বলেন, যেখানে ইসরাইলি সেনাদের হাতে ফিলিস্তিনিদের হত্যাকাণ্ড নিয়ে মুসলিম বিশ্ব নীরব রয়েছে, এরদোগান সেখানে তাদের পক্ষে কথা বলেছেন ও পদক্ষেপ নিয়েছেন। এ ছাড়া মিয়ানমারে রোহিঙ্গা ও চীনের উইঘুর মুসলমানদের রক্ষায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য বলে জানান তিনি। কেবল কথা বলেই তিনি নিজের দায়িত্ব সারেননি, তাদের মানবিক সাহায্যে এগিয়ে গেছেন এরদোগান। আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বে তার প্রভাব অনস্বীকার্য বলে জানান আবু বাকার। #এএইচ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: