ভিয়েতনামে আটক ট্রাম্প-কিম নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯ একুশ নিউজ: খবরটা দেখে নিশ্চয় আর্শ্চযকর মনে হচ্ছে। কিন্তু আর্শ্চযকর হলেও সত্যি সত্যি ভিয়েতনামে আটক হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। তবে আটক দুজন সত্যিকারের ট্রাম্প ও কিম নয়। তাদের ছদ্দবেশি দুজন অভিনেতা। চলতি মাসের শেষদিকে ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৈঠকের আগেই ভিয়েতনাম থেকে তাদের আটক করেছে পুলিশ। তবে, তারা নকল ট্রাম্প ও কিম। কাতারের সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, আগামী সপ্তাহে ভিয়েতনামে দু’নেতার বৈঠকের আগে রাজধানী হ্যানয়ে ট্রাম্প ও কিম সেজে ঘুরে বেড়ানো দুই কমেডিয়ানকে আটক করেছে পুলিশ। তারা হলেন, কৌতুক অভিনেতা অস্ট্রেলিয়ান-চাইনিজ হাওয়ার্ড এক্স ও রাসেল হোয়াইট। এদের মধ্যে হাওয়ার্ড কিমের মতো এবং রাসেল অবিকল ট্রাম্পের মতো। তাদের কর্মকাণ্ডে বিরক্ত হয়েই ভিয়েতনাম কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এই দুই কৌতুক অভিনেতা রাস্তায় ঘুরতে ঘুরতে কৌতূহলী পথচারীদের সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। খবরে বলা হয়, অস্ট্রেলিয়ান-চাইনিজ হাওয়ার্ড এক্স উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তার চেহারার সাদৃশ্যকে ব্যবহার করে দু’পয়সা কামিয়েও নিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন ট্রাম্পের মতো দেখতে অভিনেতা রাসেল হোয়াইট। রাষ্ট্রীয় ভিটিসি টিভিতে একটি বক্তব্য দেয়ার পর হাওয়ার্ড ফেসবুকে পোস্ট দেন, ১৫ পুলিশ অথবা ইমিগ্রেশন অফিসার তাদের সঙ্গে বাধ্যতামূলক একটি ‘সাক্ষাৎকারের’ নির্দেশ দেন। তারা বলেন, ট্রাম্প-কিমের বৈঠকের আগ মুহূর্ত খুবই স্পর্শকাতর এবং আমরা নকল সেজে ঘুরে বেড়ানোর কারণে ‘বিশৃঙ্খলা’ দেখা দিচ্ছে। ট্রাম্প-কিমের অনেক শত্রু থাকায়, দুই কৌতুক অভিনেতার নিজেদের নিরাপত্তার স্বার্থেই পুলিশ জনসমক্ষে ট্রাম্প-কিম সাজতে তাদের নিষেধ করেছে। এক কর্মকর্তা হাওয়ার্ডের সঙ্গে কথাবার্তা মোটেও পছন্দ করেননি এবং তাকে সঙ্গীসহ দেশ থেকে বের করে দেয়ার হুমকি দেন বলেও জানান হাওয়ার্ড। তবে, শেষ পর্যন্ত তাদের হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হবে তা ঠিক না করা পর্যন্ত সেখানেই থাকতে বলা হয়েছে। ‘আমি কিম সেজে ঘুরে বেড়ানোয় ভিয়েতনামে আটক হওয়ায় অবাক হইনি। কিন্তু, খুব বিরক্ত হয়েছি,’ ফেসবুকে লেখেন হাওয়ার্ড। ট্রাম্প ও কিম হ্যানয়ে আগামী ২৭-২৮ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো বৈঠকে বসবেন। গত বছর জুনে সিঙ্গাপুরে তারা প্রথমবার বৈঠকে বসেছিলেন। /আইকে Comments SHARES আন্তর্জাতিক বিষয়: