পাক-ভারত দ্বন্দ্ব

জাতীয় দিবসে ভারতকে কড়া বার্তা পাক প্রেসিডেন্ট আলভির

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক: দেশভাগের দৃষ্টিভঙ্গি নিয়ে ভারত যদি পাকিস্তানকে দেখে, তবে তারা ভুল করছে। এমনকী, পাকিস্তানের তরফে যে শান্তি প্রক্রিয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে, তা কখনই ইসলামাবাদের দুর্বলতা নয়— পাকিস্তানের জাতীয় দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার এমনই মন্তব্য করলেন সেদেশের প্রেসিডেন্ট আরিফ আলভি।

বক্তব্য রাখার সময় তিনি আরও বলেন, ‘ভারতের তরফে যদি আগ্রাসী মনোভাব দেখানো হয়, তবে তার পাল্টা জবাব দেওয়া পাকিস্তানের দায়িত্ব ও কর্তব্য। আমরা আরও উন্নত কৌশলে এর জবাব দেব।’

পাকিস্তানের জাতীয় দিবস অনুষ্ঠানে প্রেসিডেন্ট আলভি ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবাইর মেহমুদ হায়াত, সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া সহ অন্য আধিকারিকরা।

সূত্র জানায়, জাতীয় দিবস উপলক্ষে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি পাঠিয়েছেন নরেন্দ্র মোদি। পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সন্ত্রাসমুক্ত দক্ষিণ এশিয়ার গুরুত্বও ব্যাখ্যা করেন তিনি।

বিআইজে/

Comments