গুজরাটের সাবেক বিধায়ককে চলন্ত ট্রেনে গুলি করে হত্যা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯ ডেস্ক: ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির সাবেক আইনপ্রণেতা জয়ন্তি ভানুশালিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ট্রেনে চড়ে আহমেদাবাদ থেকে গুজরাটে যাওয়ার পথে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যমসূত্র জানায়, মঙ্গলবার সকালে ট্রেনে চড়ে জয়ন্তি ভানুশালি আহমেদাবাদ থেকে গুজরাটের ভুজ শহরে যাচ্ছিলেন। চলন্ত ট্রেনে কাটারিয়া ও সূর্যবাড়ি স্টেশনের মধ্যবর্তী স্থানে দুর্বৃত্তরা বগিতে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্বৃত্তরা জয়ন্তি ভানুশালির চোখে ও বুকে গুলি করে। এই হত্যাকাণ্ডের প্রাথমিকভাবে কোনো কারণ জানা যায়নি। ঘটনার পর ট্রেনের ওই বগিকে কোচ থেকে আলাদা করে আহমেদাবাদ স্টেশনে আনা হয়। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন। গুজরাটের আবদাসা কেন্দ্র থেকে ২০০৭-২০১২ পর্যন্ত বিধায়ক ছিলেন জয়ন্তি ভানুশালি। গত বছর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠলে রাজ্য বিধায়কের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেন ভানুশালি। আগস্টে অভিযোগকারীণি যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নিলে আদালত তাকে অব্যহতি দেয়। সূত্র: আনন্দবাজর পত্রিকা /এসএস Comments SHARES আন্তর্জাতিক বিষয়: