যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইনের পদত্যাগ

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন। আগামী ১১ মে থেকে তিনি দায়িত্ব থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর বিবিসির।

ট্রাম্পের সঙ্গে অনেকদিন ধরেই রোজেনস্টেইনের সম্পর্ক ভালো ছিল না। পদত্যাগপত্রে রড রোজেনস্টেইন বলেন, কোনো ভয় বা কাউকে আনুকূল্য প্রদর্শন ছাড়াই আইন বাস্তবায়ন করি আমরা। কারণ উপযুক্ত দলিল-প্রমাণ সামনে আসার পর পক্ষপাতদুষ্ট আচরণ করা যায় না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের উপর অর্পিত দায়িত্বে বাধা প্রদানের অভিযোগে এর আগেও দেশটির বিভিন্ন স্তরের কর্মকর্তা পদত্যাগ করেছেন। কাউকে স্বয়ং ট্রাম্প বরখাস্তও করেছেন। কেউ আবার বরখাস্তের আভাস পেয়ে নিজেই পদত্যাগ করেছেন।

গত বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে টুইটার বার্তার মাধ্যমে বরখাস্ত করে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেন ট্রাম্প।

পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, বাণিজ্যচুক্তি, জলবায়ু পরিবর্তন বা মেক্সিকোর সঙ্গে সম্পর্কের মতো কিছু গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়ে টিলারসন ট্রাম্পের সঙ্গে ভিন্নমত পোষণ করেন। এজন্যেই তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।

/আরএ

Comments