নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলা নিয়ে বিতর্কিত টুইট ট্রাম্পের

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯

একুশে ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বর্বরচিত সন্ত্রাসী হামলায় ৪৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতের মতা। নিউজিল্যান্ডে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায় বিশ্বে অনেকে দেশের নেতারা শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন।

তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। অবশ্য টুইটের আগেই ট্রাম্পের নাম জড়িয়ে যায় এ রক্তাক্ত হামলায়। কারণ হামলাকারী ব্রেন্টন টেরেন্ট নিজেকে ট্রাম্পের সমর্থক হিসেবে দাবি করেছেন। ২৮ বছর বয়সী ব্রেন্টন একজন অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ এবং সে চরম মুসলিম বিদ্বেষী। এ ঘটনার জন্য সন্ত্রাসী আরও অকেন থেকেই পরিকল্পনা করে আসছে বলেও জানা যায়।

টুইটারে ট্রাম্প এ ঘটনায় উষ্ণ সহানুভূতি প্রকাশ করলেও এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেননি। অথচ এর আগে সন্ত্রাসী হামলা নিয়ে টুইট করার বিষয়ে তিনি সবসময় ‘terror attack’, ‘terrorism’ শব্দগুলো ব্যবহার করেছেন। তিনি নিউজিল্যান্ডের ঘটনাকে ‘horrible massacre’ বলে উল্লেখ করেছেন। আর এ নিয়ে বির্তকের সৃষ্টি হয়েচে।

এফএফ

Comments