ইসরাইলের নির্যাতন: ফিলিস্তিনি লেখক ও সাংবাদিকদের টার্গেট নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯ আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের অধিকার বিষয়ে সোচ্চার লেখক ও সাংবাদিকদের টার্গেট করে নির্যাতন করছে ইসরাইল। ফিলিস্তিন তথ্য মন্ত্রণালয়ের এক হিসেবে বলা হয়েছে, জানুয়ারিতে ফিলিস্তিনে সাংবাদিকসহ ৭৭ জন লেখক ও মানবাধিকারকর্মী ইসরাইলি বাহিনীর হাতে নির্যাতিত হয়েছে। এসব সাংবাদিক ও লেখকরা ফিলিস্তিনিদের অধিকার বিষয়ে সোচ্চার ছিলেন। তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দ্যা ফিলিস্তিন ইরফরমেশন সেন্টার জানায়, ফিলিস্তিনের পক্ষে যেসব সাংবাদিক ও মানবাধিকারকর্মী কথা বলেন, তাদের ইসরাইলি পুলিশ বিশেষ টার্গেট করছে। বিগত জানুয়ারি মাসে দু’জন পুরুষ ও নারী সাংবাদিককে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। আটক ওই দুজনের মালিকানায় বড় দুটি প্রেস ছিল। তাদের গ্রেফতারে প্রেসগুলো বন্ধ হয়ে যাওয়ায় কয়েকশ’ ফিলিস্তিনি বেকার হয়ে পড়েছে। তথ্য মন্ত্রণালয়ের ওই পরিসংখ্যানে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারিতে নির্যাতিত সাংবাদিক ও মানবাধিকারকর্মীর হিসাব ২০১৮ সালের ডিসেম্বরের তুলনায় অনেক বেশি। যা ফিলিস্তিনিদের জন্য বড় উদ্বেগের বিষয়। /সিএইচ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: