দেহরক্ষীকে বিয়ে করে রানি উপাধি দিলেন থাই রাজা ভাজিরালংকর্ন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ২, ২০১৯ বিয়ের পর রাজাকে প্রণাম করছেন ‘সুথিদা’ আন্তর্জাতিক ডেস্ক: নিজের দেহরক্ষীকে বিয়ে করে তাকে রাণী উপাধি দিয়ে দিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভারিরালংকর্ন (৬৬)। রাজা ভাজিরালংকর্ন এর আগে তিনটি বিয়ে করেছেন। তার সাতজন ছেলেমেয়ে আছে। খবর বিবিসি। জানা যায়, শনিবার মহা ভারিরালংকর্ণের সিংহাসনে আরোহণের বিস্তৃত অনুষ্ঠান হতে যাচ্ছে। তার আগে আগে সবাইকে অবাক করে দেয়া এই ঘোষণাটি এলো। ওই অনুষ্ঠানের মাধ্যমে তার রাজকীয় পদকে দেবতুল্য বলে ঘোষণা করা হবে। রীতি অনুযায়ী রাণীকে পবিত্র পানি ছিটিয়ে দিচ্ছেন রাজা ২০১৬ সালে থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর দেশটির সাংবিধানিক রাজা হন তার ছেলে মহা ভাজিরালংকর্ন। রাজকীয় এক ঘোষণায় বলা হয়েছে, রাজা ভাজিরালংকর্ন সিদ্ধান্ত নিয়েছেন যে, জেনারেল ‘সুথিদা’ ভাজিরালংকর্ন আয়ুদাহকে রানি সুদিথা হিসাবে ঘোষণা দিচ্ছেন এবং তিনি রাজ পরিবারের নিয়মানুযায়ী রাজকীয় পদবি ও মর্যাদা ভোগ করবেন। রাজার দেহরক্ষী হওয়ার আগে ‘সুথিদা’ থাই এয়ারওয়েজে ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করতে। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: