পাকিস্তানে মাওলানা তাকি উসমানীর গাড়ি বহরে হামলা, পৃথক হামলায় নিহত ২ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯ আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিশিষ্ট আলেম ও শরীয়াহ আদালতের বিচারক শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানির এর গাড়ি বহরে হামলা করেছে দুবৃত্তরা। এসময় তাকি উসমানী ও তার স্ত্রী গাড়িতে ছিলেন। তবে তারা দুজনেই অক্ষত আছেন। এছাড়া পৃথক আরেক সন্ত্রাসী হামলায় দুইজন নিহত হয়েছে। পুলিশ জানায়, গুলশান ইকবালের এনআইপিএ ফ্লাইওভারটি পার হওয়ার সময় সময় অজ্ঞাত বন্দুকধারীরা একটি গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আজিজ ভট্টী শহীদ থানার ওসি শওকত খান জানান, এই ঘটনায় মাওলানা আমির ও শাহাবুদ্দিনের নামের দুই ব্যক্তির মৃত্যুর হয়েছে। করাচির পুলিশ প্রধান আমির আহমেদ শেখ জানান, ওই ঘটনার কিছুক্ষণ পরেই তাকি উসমানীর গাড়ি বহরে হামলার ঘটনার ঘটে। এই ঘটনায় মাওলানা তাকি উসমানী এবং তার স্ত্রী অক্ষত আছেন। সূত্র: দৈনিক ডন Comments SHARES আন্তর্জাতিক বিষয়: