ইসলামিক স্কলার তকি উসমানিকে হত্যার চেষ্টা, যা বললেন সাকলাইন

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৯

একুশ ডেস্ক: শুক্রবার পাকিস্তানের করাচিতে বিশ্বখ্যাত আলেম আল্লামা তকি উসমানীর গাড়িবহরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তকি উসমানীকে লক্ষ্য করে চালানো ওই হামলায় তিনি ও তার স্ত্রী প্রাণে বেচেঁ গেলেও ২জন নিহত হন। নিহত ২ জন তকি উসমানির নিরাপত্তারক্ষী বলে জানা যায়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন দেশটির সাবেক জনপ্রিয় তারকা ক্রিকেটার সাকলাইন মুশতাক।

শনিবার টুইট বার্তায় তিনি বলেন, ‘দেশের প্রখ্যাত স্কলার মুফতি তকি উসমানীকে হত্যাচেষ্টা খুবই দুঃখজনক। তবে আল্লাহ আমাদের স্কলারকে রক্ষা করেছেন। আর যারা এই শয়তানি কাজ করেছে তাদের হেদায়াত দান করুন।

জানা গেছে, তকি উসমানীর গাড়ীবহরে বহরে থাকা দু’টি গাড়ি টার্গেট করে গুলি চালায় সন্ত্রাসীরা।

করাচির গুলশান-ই-ইকবাল ও শারিয়া ফয়সাল এলাকায় প্রথমে দুটি পৃথক গুলিবর্ষণের খবর পাওয়া যায়। পর গাড়ি দু’টি নিপা ফ্লাইওভারে হামলার মুখে পড়ে।

দু’টি মোটর সাইকেলে চারজন বন্দুকদারী মুফতি তকি উসমানীর গাড়ির পেছন দিক থেকে গুলিবর্ষণ করতে করতে এগিয়ে যায়।

এফএফ

Comments