ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ অবৈধ: এরিকসন সুরিদে

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯

একুশে ডেস্ক: নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইনে মারি এরিকসন সুরিদে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ অবৈধ, অবিলম্বে তা বন্ধ করতে হবে।

গতকাল (মঙ্গলবার) কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি ইহুদিবাদী ইসরাইলের উদ্দেশে বলেন, ফিলিস্তিনিদের ভূখণ্ডে উপশহর নির্মাণ প্রকল্প বাতিল করুন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানালেও গতকালই ফিলিস্তিনি ভূখণ্ডে নতুনকরে আরও বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

ইসরাইলের সব উপশহরই আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। ২০১৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত ২৩৩৪ নম্বর প্রস্তাবেও ইহুদি উপশহর নির্মাণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইসরাইল উপশহর নির্মাণের মাধ্যমে গোটা ফিলিস্তিনকে ইহুদিকরণের চেষ্টা করছে।

প্রসঙ্গত, ফিলিস্তিনের জেরুসালেমের ভূখণ্ডে আরও ২৩ হাজার ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

গতকাল (১২ মার্চ) সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, আগামী পাঁচ বছরে দখলকৃত পূর্ব জেরুজালেমে ২৩ হাজার ভবন নির্মাণ সংক্রান্ত একটি চুক্তিতে উপনীত হয়েছে সরকার।

দখলকৃত পূর্ব জেরুসালেমে ইসরাইলের ২৩ হাজার ভবন নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে দেশটির একাধিক মন্ত্রণালয়। ইতোমধ্যেই নেতানিয়াহুর উপস্থিতিতে তারা এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত করেছে। যেসব মন্ত্রণালয় চুক্তিতে সাক্শর করেছে সেগুলো হল, অর্থ, ভূমি ব্যবস্থাপনা ও জেরুজালেম পৌর এলাকা সংক্রান্ত মন্ত্রণালয়। এতে ব্যয় হবে ২৭৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দু্ই হাজার ৩১৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা। সূত্র: পার্সটুডে।

এফএফ

Comments