শীতের সকালেও ব্যস্ত ইটভাটার শ্রমিকরা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮ একুশ নিউজ: সম্প্রতি আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবার শীতে কাঁপবে দেশ। তাদের ভবিষ্যৎবাণী ফলতে শুরু করেছে। মাঘ এখনো অনেক দূর, পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। শহরপাড়ায় শীতের তীব্রতা একটু কম অনুভব হলেও সারাদেশের গ্রামীণ জনপদগুলো তীব্র শীতে কাঁপছে মানুষ। তবে এই তীব্র শীতেকে উপেক্ষা করেও কর্মস্থলে কাজ করছেন শ্রমিকরা। কাজে নেমে পড়ছে সকাল সকাল। শীতের তীব্রতাও আটকাতে পারে না সাধারণ শ্রমিকদের। শীতের সকালে চাঁদপুরের ওয়ারুক ইটভাটা গিয়ে দেখায় যায় ইটভাটা শ্রমিকদের ব্যস্ততা শুরু হয়েছে সূর্যদোয়ের আগেই। এই তীব্র শীতের সকালেও এক কাপড়ে কাজ নেমে পড়ছে শীতে কাঁবু শ্রমিকরা। চাঁদপুর জেলার হাজিগঞ্জ ‘ওয়াররুক’ ইটভাটা ঘুরে ছবিগুলো তুলেছেন ইমরান হোসাইন। শীতের তীব্রতা উপেক্ষা করেও কাজে যাচ্ছে শ্রমিকরা পণ্য পরিবহণে ভ্যান চালকের কর্মব্যস্ততা /এসএস Comments SHARES ছবি ঘর বিষয়: শীতকালশীতের সকাল