চট্টগ্রামে সাবেক মেয়র মহিউদ্দিনের স্মরণ সভায় ছাত্রলীগের সংঘর্ষ

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

একুশ নিউজ: চট্টগ্রামের লালদীঘির মাঠে আওয়ামী লীগের প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় কয়েক দফায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। সোমবার বিকালে এই স্মরণ সভার আয়োজন করেছিলো ছাত্রলীগ।

বিকাল পৌনে ৫টার দিকে মঞ্চের বামপাশে সিটি কলেজ, ডান পাশে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেয়।

এ সময় পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিলো উভয় পক্ষ। মাঝে বসা ওমর গণি এমইএস কলেজের ছাত্রলীগের কর্মীরাও  স্লোগান দিচ্ছিল সমান তালে।

এই স্লোগানের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা আরশাদুল আলম বাচ্চু বক্তব্য রাখার পরপরই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়।

এসময় একপক্ষ আরেকপক্ষের উপর চেয়ার ছুড়তে থাকে। পুরো মাঠজুড়ে ছাত্রলীগকর্মীরা দৌড়াদৌড়ি শুরু করলে সভাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়।

চট্টগ্রামের লালদীঘির মাঠে সোমবার আওয়ামী লীগের প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় পক্ষের সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের কর্মীরা।

ছবি:সুমন বাবু

মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি চেষ্টা চালিয়েও দুই পক্ষকে থামাতে ব্যর্থ হন। এক পর্যায়ে সভামঞ্চে উপস্থিত যুবলীগ ও ছাত্রলীগের প্রায় সব নেতা নেমে আসেন নিচে মারামারি থামাতে। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে স্মরণসভার কাজ শুরু হয়।

স্মরণ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহনগরের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তারা কেউ ওই সময় ছিলেন না।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক অনুপম সেন বিকাল সোয়া ৫টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এরপর মহিউদ্দিনপুত্র নওফেল আসেন সভাস্থলে।

এরপর সভা শুরু হলেও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের বক্তব্যের সময়ও পুনরায় ছাত্রলীগের দুইপক্ষ হাতাহাতিতে জড়ায়।

/এমএম

Comments