সৌদি কন্যাকে সাহসী উপধি দিলো কানাডার পররাষ্ট্রমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯ আন্তর্জাতিক ডেস্ক: পরিবার থেকে পালিয়ে বর্তমানে কানাডায় আশ্রয় পাওয়া সেই সৌদি তরুণীকে কানাডার সাহসী নাগরিক হিসেবে অবহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ড। টরন্টো বিমানবন্দরে শনিবার তাকে স্বাগত জানাতে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। খবর রয়টার্সের। রাহাফ মোহাম্মেদ আল কুনুন নামে ১৮ বছরের ওই সৌদি তরুণী গত সপ্তাহে পরিবারের সঙ্গে কুয়েত বেড়াতে এসে থাইল্যান্ড পালিয়ে যায়। সেখান থেকে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার সময় সৌদি দূতাবাসের কর্মীরা তাকে ব্যাংককে হোটেল কক্ষে আটক রেখে নিজ দেশে ফেরত পাঠাতে উদ্যোগ নেন। কিন্তু ওই তরুণী জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানান, দেশে ফিরে গেলে তাকে হত্যা করা হবে, তাই কানাডা কিংবা অস্ট্রেলিয়ায় আশ্রয় চান তিনি। পরে জাতিসংঘের মধ্যস্থতায় অবশেষে কানাডায় আশ্রয় পান ওই তরুণী। /সিএইচ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: