অনলাইনে কিনুন বইমেলা ২০১৯ এর সাড়া জাগানো ১০ টি বই নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯ একুশ ডেস্ক: কিছু বই প্রকাশের আগেই আলোচনার সৃষ্টি করেছে, পাঠক চাহিদার কারণে প্রি-অর্ডারেই গড়েছে ইতিহাস। কিছু কিছু বই এখনো প্রি-অর্ডারেই দেদারসে পাঠক নিচ্ছে আর কিছু বই এরই মাঝে প্রকাশ পেয়ে পাঠকের হাতে পৌঁছেও গেছে। রকমারি-তে পাঠক চাহিদার শীর্ষে থেকে যে বইগুলো প্রি-অর্ডারেই বাজিমাত করেছে, এমন দশটি বইয়ের তালিকা নিয়েই এই আয়োজন: বইয়ের নামঃ হাইজেনবার্গের গল্প লিখেছেনঃ শামির মোন্তাজিদ বিজ্ঞান যাদের প্রিয় কিংবা যাদের প্রিয় বিষয় নয়- সবার জন্যেই এই বইটি খুব সুখপাঠ্য হবে। লেখক শামির মোন্তাজিদ গল্পের ভঙ্গিতে বিজ্ঞান কিভাবে কাজ করে, বিজ্ঞানের মজার কিছু তথ্য, বৈজ্ঞানিক গবেষণা কিভাবে কাজ করে, হাইজেনবার্গ কে, বিবর্তনের রুপকথাসহ অনেক বিষয়কে তিনি হাজির করেছেন এই বইতে। বইটি পেতে পারেন এই লিংকে ক্লিক করে- হাইজেনবার্গের গল্প বইয়ের নামঃ নির্বাসন লিখেছেনঃ সাদাত হোসাইন সাদাত হোসাইনের বই গত দুই-তিন বছর ধরেই বেশ জনপ্রিয়। প্রকাশের আগে প্রি-অর্ডারের পরিমাণ দেখে তা সহজেই অনুমান করা যায়। এবারও তার ব্যতিক্রম নয়। তার সাম্প্রতিকতম বইটির নাম নির্বাসন। এই বইতে লেখা একটি ফোক গান গেয়েছেন আরেক মেধাবী মানুষ চমক হাসান। সেই গানটিও দারুণ শ্রোতাপ্রিয় হয়। বইটি অর্ডার করুন এই লিংকে ক্লিক করে- নির্বাসন বইয়ের নামঃ ভাল্লাগে না লিখেছেনঃ আয়মান সাদিক, অন্তিক মাহমুদ ‘ভাল্লাগে না’ এটা যেন আমাদের প্রজন্মের সবচেয়ে বড় রোগ। আমাদের অজুহাতের সীমা নেই। খুব দ্রুত আমরা উৎসাহ হারিয়ে ফেলি। এই রোগটা যেন মনের মধ্যে শেকড় না গেড়ে বসে, সেজন্যে অসাধারণ কিছু আইডিয়া দেয়া হয়েছে বইটিতে। বইয়ের মধ্যে যেসব কার্টুন আছে সেগুলো করেছেন অন্তিক মাহমুদ। ‘ভাল্লাগে না’ রোগীদের জন্য এই বইটি এক মহাঔষধ হিসেবে কাজ করবে বলেই মনে হয়। বইটি পেতে পারেন এই লিংকে- ভাল্লাগে না বইয়ের নামঃ নিমিখ পানে- ক্যালকুলাসের পথ পরিভ্রমণ লিখেছেনঃ চমক হাসান এর আগেও চমক হাসানের গণিতের বই বেশ সাড়া জাগিয়েছে, তার লেখনী এবং বিষয়বস্তুকে উপস্থাপন কৌশলের কারণে৷ এবারও তার ব্যতিক্রম নয়। ক্যালকুলাস নিয়ে জাফর ইকবাল স্যারের বই প্রকাশিত হয়েছিল আগে। এবার গণিতের এই ধারাটিকে নিয়ে সহজ ও সুখপাঠ্য বই লিখলেন চমক হাসান। প্রি-অর্ডারে বাজিমাত করেছে বইটি, ফলে বোঝাই যায় গণিত নিয়ে চমক হাসানের চেষ্টা বৃথা যায়নি। বইটি সংগ্রহ করুন এখান থেকে- নিমিখ পানে- ক্যালকুলাসের পথ পরিভ্রমণ বইয়ের নামঃ মস্তিষ্কের ক্যানভাস লিখেছেনঃ সোলায়মান সুখন মোটিভেশনাল বক্তৃতা ও ইতিবাচকতা প্রচার করে আলোচনায় থাকা সোলায়মান সুখন এই বইমেলা উপলক্ষ্যে প্রথমবারের মতো বই লিখেছেন। এটাকে অনুপ্রেরণার বই বলে একটা টাইপে আটকে রাখা উচিত হবে না। এখানে উঠে এসেছে লেখকের দর্শন কিংবা অনুভূতির দ্বন্দ্ব। পাঠকদের মধ্যে বইটি প্রকাশের আগেই এক ধরণের আগ্রহ তৈরি হয়েছে। বইটি অর্ডার করুন এই লিংকে- মস্তিষ্কের ক্যানভাস বইয়ের নামঃ যখন টুনটুনি তখন ছোটাচ্চু লিখেছেনঃ মুহম্মদ জাফর ইকবাল টুনটুনি ও ছোটাচ্চু চরিত্র নিয়ে জাফর ইকবাল প্রথমবার বই লেখার পর কিশোর বয়সীদের কাছ থেকে দাবি আসে, এই চরিত্রদের নিয়ে আরো বই লেখা হোক। তারই ধারাবাহিকতায় কয়েকবছর ধরে এই চরিত্রদের গল্প নিয়ে বই আসছে। কতটা জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখে না। প্রি-অর্ডারে বাজিমাত করা বইয়ের তালিকায় এই বইটিও ঢুকে পড়েছে তাই স্বাভাবিকভাবেই। বইটি পেতে পারেন এখানে ক্লিক করে- যখন টুনটুনি তখন ছোটাচ্চু বইয়ের নামঃ বিবিয়ানা লিখেছেনঃ কিঙ্কর আহসান কিঙ্কর আহসান বেশ ক’বছর ধরে লিখলেও সাম্প্রতিককালে তিনি বইকে পাঠকের কাছে পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ফলে পাঠকও ভালবাসা দেখাচ্ছে। লেখকের সাম্প্রতিকতম বই ‘বিবিয়ানা’র প্রতি আগ্রহ সেই লক্ষণকেই প্রকাশ করে। প্রি-অর্ডারে বাজিমাত করা বই হিসেবে এই তালিকায় তাই এসেছে ‘বিবিয়ানা’র নামও! বইটি অর্ডার করুন এই লিংকে- বিবিয়ানা বইয়ের নামঃ রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি লিখেছেনঃ মোহাম্মদ নাজিম উদ্দিন বাংলাদেশের জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন মৌলিক থ্রিলার লিখে পাঠকপ্রিয় হয়েছেন। তার বইয়ের সুনাম দুই বাংলায় সমানভাবে বিরাজমান। এর আগে তিনি ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ নামে থ্রিলার লেখার পর সেটা তুমুল জনপ্রিয়তা পায়। সেই বইয়ের পর এবার আসলো প্রায় কাছাকাছি নামের আরেকটি বই। এই বইটিও নিঃসন্দেহে পাঠকপ্রিয় হতে যাচ্ছে বলে ধারণা করা যায়। অনলাইনেই সংগ্রহ করুন বইটি এখান থেকে- রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি বইয়ের নামঃ নিয়ান লিখেছেনঃ মুহম্মদ জাফর ইকবাল এটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর বই। মুহম্মদ জাফর ইকবাল প্রতিবছরই সায়েন্স ফিকশন লিখেন, কল্পরাজ্যে ঘুরিয়ে আনেন শিশুকিশোরদের। এইবছর আসলো ‘নিয়ান’ বইটি। ইতিমধ্যেই বইটা কিশোর পাঠকদের পছন্দের শীর্ষে চলে এসেছে। বৈজ্ঞানিক কল্পকাহিনীকে সহজ ভাষায় কিশোরদের উপযোগী করে লেখার কারণে মুহম্মদ জাফর ইকবালের বইগুলো ভীষণরকম সাড়া ফেলে। ‘নিয়ান’ও ব্যতিক্রম নয়। স্যারের বইটি সংগ্রহ করুন এখান থেকে- নিয়ান বইয়ের নামঃ প্যারাময় লাইফের প্যারাসিটামল লিখেছেনঃ ঝংকার মাহবুব ঝংকার মাহবুবের লেখার একটা আলাদা মজা হলো তিনি বেশ রসিকতার মধ্যে দিয়ে সিরিয়াস কথা মাথায় ঢুকিয়ে দিতে পারেন৷ তার আগের বইগুলো পড়া থাকলে যে কেউই স্বীকার করবেন এই কথাটি। জোরপূর্বক মোটিভেশন খাওয়াচ্ছেন এমন নয়, তার বই পড়লে নিজের সাথে এমনিতে মিল খুঁজে পাওয়া যায়। ‘প্যারাময় লাইফের প্যারাসিটামল’ বইটিও এমনই একটি বই। প্যারা শব্দটা আজকাল আমরা খুব ব্যবহার করি৷ আমাদের জীবনে ‘প্যারা’ মুক্তির ঔষধ কিরকম হতে পারে তার উত্তর খুঁজতেই এই বইটি। প্রি-অর্ডার দেখে বোঝাই যাচ্ছে, অনেকে আসলেই ‘প্যারা’ থেকে বাঁচতে চাইছেন! অর্ডার করুন এই লিংকে- প্যারাময় লাইফের প্যারাসিটামল এই বইগুলো ছাড়াও বইমেলায় প্রকাশিত সকল বই ঘরে বসে পেতে রকমারি অনলাইনে অর্ডার করতে পারেন। বই নিয়ে রকমারি ডট কম-এর নানা আয়োজন দেখুনঃ https://www.youtube.com/channel/UCMtGHnB /আরএ Comments SHARES একুশে বইমেলা বিষয়: