অবশেষে কাশ্মীর ইস্যুতে মুখ খুললেন রাহুল গান্ধী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯ নিউজ ডেস্ক ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে ‘দুই নেতার গ্রেফতার’ নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে দেশটির প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কাশ্মীরে বিজেপির উন্মাদনা কখন শেষ হবে?, শুক্রবার (১৬ আগস্ট) সরকারকে লক্ষ্য করে এমন প্রশ্ন করে টুইট করেন রাহুল। টুইটে রাহুল বলেন, ‘জম্মু ও কাশ্মীর কংগ্রেস কমিটির সভাপতি গুলাম মীর এবং মুখপাত্র রবীন্দ্র শর্মাকে গ্রেপ্তারের আমি তীব্র নিন্দা জানাই। জাতীয় রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপের জন্য ভারতের গণতন্ত্র বিপর্যস্ত। এই উন্মাদনা কখন শেষ হবে?’ শুক্রবার কংগ্রেসের জম্মু ও কাশ্মীর ইউনিটকে সংবাদিক সম্মেলন করতে বাধা দেওয়া হয় এবং পুলিশ দলের প্রধান মুখপাত্র এবং প্রাক্তন এমএলসি রবীন্দ্র শর্মাকে জম্মুস্থিত পার্টির প্রধান কার্যালয়ে আটক করে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, শর্মাকে প্রতিরোধমূলক হেফাজতে নেয়া হয়েছে। তবে কংগ্রেসের দাবি, রাজ্য সভাপতি গোলাম আহমেদ মীর দলীয় কার্যালয়ে যাওয়ার সময় আটক হয়। দলটির প্রবীণ নেতা গোলাম নবী আজাদ অভিযোগ করেন যে, সরকারের এই পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং সরকারের দ্বৈত চরিত্র সামনে তুলে ধরছে। কারণ, এরপরেও তারা রাজ্যের পরিস্থিতিকে স্বাভাবিক বলছে। আজাদ আরও বলেন, শর্মার পাশাপাশি যে সমস্ত প্রবীণ নেতাদের গ্রেফতার করা হয়েছে, যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতীসহ সকল মূলধারার নেতাদের মুক্তি দিতে হবে। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: