রোহিঙ্গারা না ফিরলে অস্থিতিশীলতার আশঙ্কা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

ডেস্ক: রোহিঙ্গাদের দ্রুত ফেরানো না গেলে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত হওয়ার শঙ্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও সংসদকে জানিয়েছেন তিনি।

অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তার অভিযোগ, রোহিঙ্গা ইস্যুতে অপপ্রচার চালাচ্ছে মিয়ানমার। তিনি বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ ও আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে।

তবে মিয়ানমার সরকারের অনড় অবস্থানের কারণে দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি। তবে এ প্রশ্নে বিশ্ব জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায় অব্যাহতভাবে ঢাকাকে সমর্থন দিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এমএম/

Comments