সিরিয়ায় আশ-শামসের ড্রোন গুদামে রাশিয়ার আগাম বিমান হামলা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৯ একুশে ডেস্ক: মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হায়াত তাহরির আশ-শামসের ড্রোনের গুদামের ওপর আগাম বিমান হামলা করেছে রাশিয়া। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আন-নুসরার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীটি সিরিয়ায় রুশ নিয়ন্ত্রিত হামিমিমের বিমান ঘাঁটিতে চালকহীন বিমান বা ড্রোন দিয়ে হামলার পরিকল্পনা করার পরিপ্রেক্ষিতে এ আগাম হামলা চালানো হয়। খবর পার্সটুডের। আগাম হামলার বিষয়টি আগেভাগে তুরস্ককে অবহিত করা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে এ হামলার কয়েক দিন আগেই আক্রমণের কাজে ব্যবহার উপযোগী ড্রোন ওই গুদামে এনে জড়ো করা হয়েছিল। ইদলিবভিত্তিক সন্ত্রাসীরা এর আগেও সিরিয়ায় রুশ নিয়ন্ত্রিত ঘাঁটিতে হামলা চালাতে ড্রোন ব্যবহার করেছে। অবশ্য রুশ বিমান বিধ্বংসী ব্যবস্থা সব ড্রোনকে ভূপাতিত করেছে। গত বছরের ৪ সেপ্টেম্বর সর্বশেষ এ ধরণের হামলা হয়েছিল। এফএফ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: