রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর মর্টার ও বোমা হামলা

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯

একুশ ডেস্ক: জঙ্গিবিরোধী অভিযানের নামে মিয়ানমাররে রাখাইনে গ্রামবাসীর ওপর নির্বিচারে মর্টার ও বোমা হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। সেইসঙ্গে ঘরে ঘরে চালাচ্ছে তল্লাশি অভিযান।

সেনাদের সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত শিশুসহ ৮ জন আহতের খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার নারী ও শিশু। অবশিষ্ট যারা রয়েছেন ধর্ষণ ও হয়রানির ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। গ্রামের বন-জঙ্গলে টহল দিচ্ছেন সেনা সদস্যরা।

বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও আরাকান সলভেশন আর্মির সদস্যরা লুকিয়ে রয়েছে সন্দেহে সোমবার থেকে রাখাইনের দক্ষিণাঞ্চলের ম্রাউক-উ এলাকার গ্রামগুলোতে বিমান ও স্থল হামলা শুরু করে।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ম্রাউক-উ হেরিটেজ অঞ্চল থেকে ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রামটি। হামলার পর ভয়ে-আতঙ্কে এ গ্রাম থেকেই অন্তত ২০০ নারী ও শিশু পালিয়েছেন।

আশ্রয় নিয়েছেন ম্রাউক-উ শহরে অবস্থিত চিত থং প্যাগোডায়। এটাই এখন গ্রামবাসীর অস্থায়ী আশ্রয়শিবির হয়ে উঠেছে।

বিমান হামলার শিকার গ্রামগুলোর মধ্যে রয়েছে ইয়র হোয়াত। গ্রামবাসী বলছেন, এ এলাকায় কোনো জঙ্গি বা সন্ত্রাসী লুকিয়ে নেই। তারপরও তাদের ঘরবাড়ির ওপর বৃষ্টির মতো মর্টার শেল ফেলা হচ্ছে।

এফএফ

Comments