বইমেলায় রফিকুল ইসলাম প্রিন্সের কবিতার বই ‘রবীন্দ্রনাথের সেই কলম’

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯

বইমেলা সংবাদ: রফিকুল ইসলাম প্রিন্সের কবিতার বই ‘রবিন্দ্রনাথের সেই কলম’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করেছে নোলক প্রকাশন। সোহরাওয়ার্দী উদ্যানের ৬৪০ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

নিজের কবিতার বই সম্পর্কে কবি রফিকুল ইসলাম প্রিন্স বলেন,  রবীন্দ্রনাথ- এই একটা নাম-ই যথেষ্ট হাজার বাঙ্গালীর মনে পুরনো দিনের স্মৃতি গুলোতে ফিরিয়ে নেওয়ার জন্য। এই একটা নাম ই যথেষ্ট হাজার বাঙ্গালির মনে ভালোবাসার জন্ম দেওয়ার জন্য। তার অসংখ্য কবিতা, উপন্যাস আর অসংখ্য গানে আমরা ফিরে পাই আমাদের ভালোবাসা, শৈশব আর সোনালী দিন গুলো। বিশ্বকবীর তকমা পেয়ে যিনি হাজারো বাঙ্গালীর জীবনে বিচরণ করেন কল্পলোকের একছত্র অধিপতী হয়ে।

আর এই রবীন্দ্রনাথ, কলম, লেখনী, জীবন আর সাহিত্য নিয়েই আমার একক কাব্যগ্রন্থ ‘রবীন্দ্রনাথের সেই কলম’। রবীন্দ্রনাথের প্রতিকৃতি আঁকা মলাটটা উল্টে কালো অক্ষরের দুনিয়ায় প্রবেশ করা মাত্রই যেখানে সবার আগেই চোখে পড়বে রবীন্দ্রনাথ।

কলম আমাদের জীবনের নিত্য সঙ্গী। আমরা আমাদের অনুভূতি, ভালোলাগা, মন্দলাগা সব কিছুই প্রকাশ করি এই কলমের আচড়ে। বইটি রবীন্দ্রনাথ আর কলমের এক অদৃশ্য মিতালীর মিল বন্ধন দেখাবে পাঠককে।

প্রিন্স বলেন, কবিতা গুলো আপনাকে ভাবাবে, আপনাকে কাব্যের দুনিয়ায় ভাসাবে, আর দিগন্ত ছুয়ে আপনাকে নিয়ে হারাবে কল্পরাজ্যে, তার বুকে রচিত কালো অক্ষরের পথ ধরে।

বইটি সম্পর্কে বিশিষ্ট অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ বলেন, প্রকৃতি প্রেমী কবি রফিকুল ইসলাম প্রিন্স-এখানে তার প্রকৃতি প্রেমকে ফুটিয়ে তুলেছেন সূচাড়ু রুপে। হোক তা একটি বিমুগ্ধ সকাল কিংবা দিন শেষে তার নিঝুম দ্বীপ থেকে ফেরা কাব্য রসাত্মক চিঠি দিয়ে।

‘রবিন্দ্রনাথের সেই কলম’ হলো রবীন্দ্রনাথ আর তার কলম থেকে শুরু করে আমাদের বাস্তব জীবনের এক দর্পন সদৃশ্য প্রতিচ্ছবি। যেখানে আমরা খুজে পাবো আমাদেরকে, আমরা খুজে পাবো আমাদের মাঝে বাস করা রবীন্দ্রনাথ কে, আমরা খুজে পাবো আমাদের মধ্যকার কলমের শক্তিকে।

/আরএ

Comments