প্রবচন প্রকাশিত এমদাদুল্লাহর ‘ছড়া পড়ির’র মোড়ক উন্মোচণ কাল; বইমেলায় পাওয়া যাবে দ্বীপজের স্টলে

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯

একুশ সংবাদ: আগামীকাল ৪ ফেব্রুয়ারি সোমবার বেলা ২ দুইটায় প্রবচন মিডিয়া পরিচালিত প্রবচন প্রকাশনীর প্রথম বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে স্বনামধন্য লেখক-সাহিত্যিক ও গবেষকদের সরব উপস্থিতিতে।

সৃজনশীল ছড়াকার মুহাম্মাদ এমদাদুল্লাহ রচিত শিশুতোষ ছড়াগ্রন্থ ‘ছড়া পড়ি’ দেশের বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের কাছে ইতোমধ্যেই পৌঁছে গেছে। এখন কেবল কিছু আনুষ্ঠানিকতা বাকি। এরপরেই সকল পাঠক পেয়ে যাবে তাদের কাঙ্খিত ‘ছড়া পড়ি’ গ্রন্থটি।

আগামীকাল সোমবার বেলা ২ টায় আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন হবে চট্টগ্রামের হাটহাজারীতে। এতে উপস্থিত থাকবেন তারুণ্যের আইকন খ্যাত বিশিষ্ট চিন্তাবিদ মুফতী হারুন ইযহার চৌধুরী, লেখক-গবেষকও সাহিত্যিক মাওলানা মুহাম্মাদ গোলাম রাব্বানী ইসলামাবাদী, মাওলানা ইশতিয়াক সিদ্দিকী, মাওলানা ওবায়দুল্লাহ তাইয়্যেব, মাওলানা আলী আজম, মাওলানা রিজওয়ান আরমান প্রমুখ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন লেখালেখি, সাহিত্য ও চিন্তা-গবেষণার জগতে পরিচিত অনেক মুখ।

প্রবচন পরিচালক কাজী হামদুল্লাহ উক্ত অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী ও ভাষা-শিল্পে আগ্রহী এবং বইপড়ুয়াদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘ছড়া পড়ি’র মোড়ক উন্মোচন সাফল্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, অমর একুশে গ্রন্থমেলায় বইটির একমাত্র পরিবেশক হিসেবে থাকছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘দ্বীপজ পাবলিকেশন্স। দ্বীপজের ১০২ নম্বর স্টলে (লিটলম্যাগ চত্বর) পাওয়া যাবে বইটি। এছাড়াও অনলাইন পরিবেশক হিসেবে রয়েছে রকমারী ডটকম।

/আরএ

Comments