কারাবন্দি ফিলিস্তিনিদের জুমার নামাজে ইসরায়েলের নিষেধাজ্ঞা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৯ একুশ ডেস্ক: ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের শুক্রবার জুমার নামাজ পড়া নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। শনিবার ইসরায়েলের এমন ঘোষণার খবর গণমাধ্যমে আসে। এতে বলা হয়, ইসরাইলের বিভিন্ন কারাগারে আটক বন্দিরা যেন শুক্রবার নামাজ আদায় করতে না পারে সেজন্যে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো, এ বিষয়ে কোনো তথ্য দেয়নি দেশটির প্রশাসন। এর আগেও এমন সিদ্ধান্ত নিয়েছিল ইসরায়েল। ফিলিস্তিনের সরকারি সূত্রে জানা যায়, বর্তমানে ইসরায়েলের কারাগারে ৫ হাজার ৭শ’ ফিলিস্তিনি বন্দি রয়েছে। এর মধ্যে ২৫০ জন শিশু উল্লেখ্য, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আরও ২৩ হাজার ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি বলেন, আগামী পাঁচ বছরে দখলকৃত পূর্ব জেরুজালেমে ২৩ হাজার ভবন নির্মাণ সংক্রান্ত একটি চুক্তিতে উপনীত হয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৭৬ মিলিয়ন ডলার। বাংলাদেশে মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৩১৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা। এফএফ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: