রাজৌরিতে রাতভর ভারত-পাকিস্তান সংঘর্ষ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯ একুশে ডেস্ক: জম্মু-কাশ্মীরের রাজৌরিতে মঙ্গলবার রাতভর গুলির লড়াই হয়েছে ভারত-পাকিস্তান নিরাপত্তারক্ষীদের মধ্যে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে জানা যায়, মঙ্গলবার রাতে রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে আচমকাই সীমান্তের ওপার থেকে গুলি চালায় পাকিস্তানি সেনা। এরপর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষ থামে। বুধবার সকাল থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছে ভারতের নিরাপত্তা বাহিনী। তাদের দাবি, নিয়ন্ত্রণরেখার ওপার থেকে এখনও প্রায়ই আসছে পাকিস্তানের গোলাবর্ষণ। ভারতীয় সেনাবাহিনীর দাবি, বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালানো থেকে কিছুতেই বিরত করা যাচ্ছে না পাকিস্তানি সেনাকে। পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার ফলশ্রুতিতে উদ্ভুত পরিস্থিতি ঘিরে এমনিতেই উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। এর মধ্যেই গত কয়েক সপ্তাহ থেকে লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারান ৪৪ জন ভারতীয় সেনা। ঘটনার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। এর ১২ দিন পর ২৬ ফেব্রুয়ারি কাক ভোরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ার স্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংসের দাবি করে ভারতীয় বিমান বাহিনী। যদিও উপগ্রহ থেকে ধারণকৃত ছবি দেখে সেই ধরনের কোনো আলামত দেখা যায়নি বলে দাবি করছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। /এফএফ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: