ঘরে খাবার কেনার টাকাও নেই নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৯ একুশ ডেস্ক: ভারতের রাষ্ট্রায়ত্ত সংযোগ সংস্থা ‘বিএসএনএল’-এর লক্ষাধিক কর্মচারী ফেব্রুয়ারি মাসে বেতন পাননি৷ এমনই এক কর্মচারীর অসহায়তার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ‘বিএসএনএল’ বা ভারত সঞ্চার নিগম লিমিটেড ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংযোগ সংস্থা৷ ‘বিএসএনএল’-এর ইতিহাসে প্রথম কর্মচারীদের বেতন দিতে অক্ষম হলো সংস্থাটি৷ খবর ডয়চে ভেলের। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সংস্থার ১,৭৬,০০০ কর্মচারীকে দেওয়া হয়নি বেতন৷ ফলে প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই অর্থাভাব? বেতন না পাওয়ায় এক কর্মচারীর অসহায়তার চিত্র ধরা পড়েছে একটি ভিডিওতে৷ ভিডিওতে এক নারী কাঁদতে কাঁদতে বেতন না পাওয়ায় তার কষ্টের কথা বলছেন৷ BSNL employees Gaziabad. No salary month of Feb-19.Problem in her family pic.twitter.com/lw6Ec0KpC1 — chowkidar Ruchita P Bhatt (@RuchitaPBhatt4) March 13, 2019 বিনু পান্ডে নামের এই নারীর দুই সন্তানও রয়েছে, যাদের জন্য খাবার কেনার মতো টাকাও নেই তার এখন৷ ‘বিএসএনএল’ কর্মচারীর কান্নার এই ভিডিও ইতিমধ্যে ব্যাপকভাবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তরুণ ভারতীয় ভিডিও ব্লগার ধ্রুব রাঠি এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করলে তা দেখা হয় নয় লক্ষবারের কাছাকাছি৷ শেয়ার করা হয়েছে ২৩,০০০বার৷ আসন্ন নির্বাচনের আবহাওয়ায় এই ভিডিওটি টুইটারেও বেশ আলোচিত হচ্ছে৷ তর্ক-বিতর্ক থেকে ভাইরাল ভিডিও, সবই হচ্ছে ঠিক, কিন্তু বেতন পাবেন কি কর্মচারীরা? এফএফ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: