নিউজিল্যান্ডে নিষিদ্ধ করা হলো সব ধরনের সেমি মিলিটারি বন্দুক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৯ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন একুশ ডেস্ক: সব ধরনের মিলিটারি-স্টাইল সেমি অটোমেটিক বন্দুক নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড। দেশটির ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার জেরে এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ ঘোষণা দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। আগামী ১১ এপ্রিল অস্ত্র সংক্রান্ত এই নতুন আইন পাশ করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ক্রাইস্টচার্চের মসজিদে যে বন্দুক দিয়ে হামলা চালানো হয়েছিল সেটি ছিল সেমি মিলিটারি অ্যাসল্ট বন্দুক। এই ক্যাটাগরির সব ধরনের বন্দুক নিষিদ্ধ করলো দেশটি। নুর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করেছে এক হামলাকারী। তাতে দেখা যায়, হামলাকারী একটি আধা-স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করছে। ওই হামলাকারীরে গ্রেফতার করেছে নিউজিল্যান্ড পুলিশ। শুক্রবারের ওই সন্ত্রাসী হামলায় আল নুর মসজিদ ও লিনউড মসজিদে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। সূত্র: গার্ডিয়ান, স্টাফ ও বিবিসির। এফএফ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: