নিউজিল্যান্ডে শুক্রবারের আজান প্রচার করা হবে বেতার-টেলিভিশনে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৯ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় স্তব্ধ পুরো বিশ্ব। উঠেছে নিন্দার ঝড়। এ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত মানুষ। আগামী শুক্রবার নৃশংস এই হত্যাযজ্ঞের এক সপ্তাহ পূরণ হবে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে নিয়ম ভেঙে গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। স্বয়ং প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন মাথায় ওড়না পড়ে বের হচ্ছেন। এমনকি সংসদেও মাথায় ওড়না পড়েছিলেন। ভাষণ শুরু করেছেনে মুসলিম রীতি অনুযায়ী সালাম দিয়ে। আজ বুধবার ঘোষনা প্রধানমন্ত্রী জাজিন্ডা আরডার্ন ঘোষণা দিলেন, আগামী শুক্রবারের আজান সম্প্রচার করা হবে দেশটির রেডিও ও টেলিভিশনে। বুধবার ক্রাইস্টচার্চের একটি স্কুল পরিদর্শনে গিয়ে এমন ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এছাড়াও ওইদিন নিহতদের স্মরণে ওইদিন দুই মিনিটের নীরবতা পালন করা হবে। এর আগে সর্বশেষ ২০১০ সালে পাইক রিভার বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বশেষ দুই মিনিটের নীরবতা পালন করেছিলো নিউজিল্যান্ড। এ ব্যাপারে দেশটির ইংরেজি দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, স্বাভাবিকভাবে যে কোন প্রাণঘাতী নৃশংসতার পর এক মিনিটের নীরবতা পালনের রেওয়াজ থাকলেও ক্রাইস্টচার্চ হামলার ভয়াবহতার কারণে এবার দুই মিনিটের নীরবতা পালন করা হবে। এদিকে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, তাদের নিরাপদ রাখার দায়িত্ব ছিলো আমাদের। নিহত ৫০ জনের মধ্যে ৩০ জনের মরদেহ তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি। এছাড়া, আল নূর মসজিদ আক্রান্ত হওয়ার পর সেখানে সবার আগে পৌঁছানো পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রথমবারের মতো বুধবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। সেখানে পৌঁছে হতাহতদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় তিনি পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: