পাঁচ মাসে আফগানিস্তান থেকে ৫৪০০ সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা খসড়া চুক্তির বিষয়ে একমত হয়েছেন তালেবান নেতারা। ওই চুক্তি সম্পাদিত হলে ৫ মাসের মধ্যে আফগানিস্তানে পাঁচটি সামরিক ঘাঁটি থেকে ৫ হাজার ৪০০ মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। তবে, সব কিছু নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মর্জির উপর। বর্তমানে ১৪ হাজার মার্কিন সেনা আফগানিস্তানে মোতায়েন আছে। আফগান টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রধান মধ্যস্থতাকারী জালমে খালিলজাদ সোমবার ওই মন্তব্য করেন। খবর বিবিসির। যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তির খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য জালমে খালিলজাদ সোমবার কাবুলে প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে সাক্ষাৎ করেন। আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সেদিক সিদ্দিকী সাংবাদিকদের বলেন, খালিলজাদ ওই প্রস্তাবের গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য জানিয়েছেন এবং সরকারি কর্মকর্তারা তা নিয়ে আলোচনা করবেন। খালিলজাদের টিমের সঙ্গে আরও আলোচনা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসলেও আফগান সরকারের সঙ্গে কোন ধরনের সংলাপে বসতে রাজি না তালেবান। কারণ তারা আফগান সরকারকে মার্কিনিদের পুতুল সরকার বলে মনে করে। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: