মোদির ভারতকে ভালবাসতে পারছি না: ইলহান ওমর

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯

অধিকৃত কাশ্মিরে মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের চরম সমালোচনা করে যুক্তরাষ্ট্রের নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর তার সর্বশেষ টুইটে বলেন, ‘নরেন্দ্র মোদির যে ভারত, সেই ভারতের সঙ্গে প্রীতি অনুভব করছি না।

মুসলিম-বিরোধী গোরামীর বিরুদ্ধে সোচ্চার এই মার্কিন রাজনীতিবিদ ভারতজুড়ে মুসলিম বিরোধী প্রচারণা এবং জম্মু-কাশ্মিরে মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর জন্য প্রধানমন্ত্রী মোদিকে তীব্র ভর্ৎসনা করেন।

তিনি ভারতে ধর্মীয় চরমপন্থা ও উগ্র দেশপ্রেমের উত্থানকে ঘৃণাভরে প্রত্যাখান করেন, যা তার মতে ভারতের সেক্যুলার ও ধর্মীয় বহুত্ববাদের প্রশংসনীয় বৈশিষ্ঠ্যকে কলঙ্কিত করছে।

মার্কিন কংগ্রেসে তার সহকর্মীদের তুলনায় কাশ্মির ইস্যুতে বেশ সোচ্চার এই নারী রাজনীতিক। তিনি সক্রিয়ভাবে কাশ্মিরীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং উপত্যকায় যে করুণ মানবিক দুর্দশার বিস্তার ঘটছে তার প্রতি মনযোগ দিতে তার অনুসারী ও সহকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছেন। ভারত যেভাবে কাশ্মিরের ঘটনাবলী আড়াল করার চেষ্টা করছে তার প্রতিবাদ জানাতে প্রতিনিধি পরিষদের অন্যান্য সদস্যের প্রতি আহ্বান জানান ওমর। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের কাছে প্রত্যাশা হলো তারা কাশ্মিরে স্বাধীনতার গণতান্ত্রিক নীতিমালা মেনে চলবে।

কয়েক দিন আগে তিনি কাশ্মির উপত্যকায় শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। প্রায় তিন সপ্তাহ ধরে অঞ্চলটি জরুরি অবস্থার মধ্যে অবরুদ্ধ হয়ে আছে। অধিকৃত কাশ্মিরে অবিলম্বে যোগাযোগ ব্যবস্থা পুনর্বহাল ও উত্তেজনা হ্রাসের দাবি করেন তিনি। জম্মু-কাশ্মিরের যোগাযোগ ব্যবস্থা কেটে দিয়ে অঞ্চলটিকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ভারত। এর মধ্যেই নানা ফাঁক-ফোঁকর দিয়ে দিয়ে সেখানে ভারতীয় বাহিনীর বর্বর নির্যাতন চলার খবর আন্তর্জাতিক মিডিয়ায় চলে আসতে শুরু করেছে।

টুইটারে ওমর লিখেন: আমাদের উচিত অবিলম্বে কাশ্মিরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুনর্বহাল; মানবাধিকার, গণতান্ত্রিক রীতিনীতি ও ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন; ও উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানানো।

Comments