সরকারের বিরুদ্ধে ভোট দিলেই এমপি বহিষ্কার!

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯

চুক্তি ছাড়া ব্রেক্সিটের বিষয়ে সরকারের বিরুদ্ধাচরণ না করতে ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সংসদ সদস্যদের সতর্ক করা হয়েছে।

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিদের বলা হয়েছে, তারা ‘নো ডিল ব্রেক্সিট’ এর বিপক্ষে ভোট দিলে তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হবে। এর অর্থ হচ্ছে, বহিষ্কৃতরা আগামী নির্বাচনে কনজারভেটিভ দলের প্রার্থী হতে পারবেন না।

ইউরোপীয় ইউনিয়ন থেকে কোন ধরণের চুক্তি ছাড়া ব্রিটেন যাতে বের না হয় সেজন্য ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন এমপি সংসদে একটি আইন আনতে যাচ্ছেন। কিন্তু ক্ষমতাসীন দলের কয়েকজন এমপি যদি তাতে ভোট না দেন তবে তাদের এ উদ্যোগ সফল হবে না।

আগামী ৩১ অক্টোবর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার কথা রয়েছে। সেটি চুক্তি হোক কিংবা না হোক। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

Comments