আমাজনে আগুন আন্তর্জাতিক সংকট নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯ আমাজন বনাঞ্চলে চলতি বছরের রেকর্ড অগ্নিকাণ্ডকে ‘আন্তর্জাতিক সংকট’ বলে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বিষয়টি জি-৭ সম্মেলনের আলোচ্যসূচির শীর্ষে থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় ম্যাক্রোঁ আরও বলেন, ‘আমাদের ঘর পুড়ে যাচ্ছে। ধারাবাহিক অগ্নিকাণ্ডে বনের বিশাল এলাকা পুড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনেরো। বলেছেন, আমাজন বিষয়ে ম্যাক্রোঁর মন্তব্য ‘ঔপনিবেশিক মানসিকতা’র। ‘রাজনৈতিক সুবিধা লাভের’ জন্য তিনি আমাজনের অগ্নিকাণ্ডকে ব্যবহার করছেন বলেও তিনি অভিযোগ করেছেন। শুক্রবার পাল্টা এক টুইটার বার্তায় বলসোনারো বলেন, জি-৭ সম্মেলনে ব্রাজিল অংশগ্রহণ না করায় সেখানে এ অগ্নিকাণ্ড নিয়ে আলোচনা ‘ভুল স্থানে উপনিবেশবাদী মানসিকতা’ উন্মোচন করবে। খবর এএফপির। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ইনপে উপগ্রহ থেকে পাওয়া তথ্যে চলতি বছর ব্রাজিলজুড়ে আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বেশি অগ্নিকাণ্ডের কথা জানিয়েছে। এ অগ্নিকাণ্ডের বেশিরভাগই সংঘটিত হয়েছে আমাজন অঞ্চলে। পরিবেশবাদীরা এজন্য আমাজন নিয়ে বোলসোনেরো সরকারের নীতিকে দায়ী করছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে নিজের উদ্বেগ জানিয়ে আন্তনিও গুতেরেস বলেন, ‘আমাজন বনের অগ্নিকাণ্ডে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বৈশ্বিক জলবায়ু সংকটের মধ্যে অক্সিজেন ও জীববৈচিত্র্যের এমন বৃহৎ একটি উৎস আর ফিরিয়ে আনা আমাদের পক্ষে সম্ভব হবে না। একে আমাদের অবশ্যই রক্ষা করতে হবে।’ কিন্তু বন উজাড়ে কাঠুরে ও কৃষকদের উৎসাহিত করছেন বলেও অভিযোগ কট্টর করছেন ডানপন্থী বলসোনারো। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: