কাশ্মীরিদের সমর্থন জানানোয় ইরানকে ধন্যবাদ জানাল পাকিস্তান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯ ভারতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় অঞ্চলটিতে ইতোমধ্যে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উত্তেজনাকর এমন পরিস্থিতির রেশ ইতোমধ্যে পড়তে শুরু করেছে চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানেও। এমন অবস্থায় কাশ্মীরি মুসলমানদের প্রতি সমর্থন জানানোয় মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরানের প্রতি ধন্যবাদ জানিয়েছে পাক সরকার। ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’র প্রতিবেদনে জানান হয়, বৃহস্পতিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মাদ ফয়সাল কাশ্মীরিদের সমর্থন জানানোয় তেহরানের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘চলমান কাশ্মীর সঙ্কট নিরসনে ইস্যুটিতে ইরান বিশেষ করে আয়াতুল্লাহ খামেনির বর্তমান অবস্থান বেশ প্রশংসনীয়। পাকিস্তান সরকার এ জন্য তেহরানের প্রতি বিশেষ ধন্যবাদ জানাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘কাশ্মীর ইস্যুটি চূড়ান্তভাবে সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের প্রচেষ্টা অতীতের মতো চালিয়ে যাবে। আমরা সকল কাশ্মীরিদের নিরাপত্তা নিশ্চিত এবং অঞ্চলটিতে এক শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টির জন্য বিশ্ব নেতাদের প্রতি ভারতকে চাপে রাখার আহ্বান অব্যাহত রাখব।’ এর আগে গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছিল ক্ষমতাসীন মোদী সরকার। যার প্রেক্ষিতে পরবর্তীতে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিতর্কিত লাদাখ ও জম্মু ও কাশ্মীর সৃষ্টির প্রস্তাবেও সমর্থন জানানো হয়। এসবের মধ্যেই চলমান কাশ্মীর ইস্যুতে পাক-ভারত মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে একে একে ভারত সরকারের সঙ্গে বাণিজ্য, যোগাযোগসহ সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে প্রতিবেশী পাকিস্তান। যদিও এমন সঙ্কটময় পরিস্থিতিতে ভারত পাশে পেয়েছে রাশিয়াকে এবং পাক সরকারের পাশে এসে দাঁড়িয়েছে এশিয়ার পরাশক্তি চীন ও মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরান। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: