১৫ আগস্টের পরই বিধিনিষেধ শিথিল হবে: কাশ্মীরের গভর্নর

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৯

ডেস্ক: জম্মু ও কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক জানিয়েছেন, ১৫ আগস্টের পর মানুষের চলাচলের ওপর আরোপ করা বিধিনিষেধগুলো শিথিল করা হবে।

তিনি ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে এ কথা জানান। প্রশ্নটি ছিল, ঈদের পর এখন বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা আছে কি?

মালিক জানান, ফোন ও নেট নিয়েই যত দুশ্চিন্তা। কারণ এগুলো তরুণ ও তরুণীদেরকে বিপথগামী করার এবং রাস্তায় নামানোর ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শত্রুদেরকে এই উপকরণগুলো কাজে লাগানোর সুযোগ দিতে চাই না।

জম্মু ও কাশ্মীরের গভর্নর বলেন, এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমরা ধীরে ধীরে যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেবো।

Comments