ভারত কাশ্মীরের ভূখণ্ডকে ভালোবাসে, কাশ্মীরিদের না: ওয়াইসি

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৯

ডেস্ক: সর্ব ভারতীয় মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ভারত কাশ্মীরের ভূখণ্ডকে ভালোবাসে, কাশ্মীরিদের না।

তিনি বলেন, কাশ্মীরের ভূমির জন্য ভারত সরকারের ভালোবাস আছে, কিন্তু সেখানে যারা বসবাস করেন, তাদের জন্য না। সরকার ক্ষমতাকে ভালোবাসে, কিন্তু ন্যায়বিচারকে না।

ভারতীয় গণমাধ্যম ফার্স্টপোস্টের খবরে এমন তথ্য জানা গেছে। আসাদুদ্দিন বলেন, সরকার কেবল ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু আমি স্মরণ করিয়ে দিতে চাই, কেউ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না কিংবা শাসন করতে পারে না।

এর আগে কাশ্মীরিদের মুক্তি দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াইসি বলেন, কাশ্মীরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাদের ফোনে কাজ করছে না। তাদের ছেড়ে দিতে হবে সরকারকে।

কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর রাজ্যটিতে অচলাবস্থা চলছে। ভারত সরকার সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করে ভূখণ্ডটিকে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে।

Comments