আজ ভাগ্য নির্ধারণ জাকির নায়েকের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৯ ভারতের বহুল আলোচিত ইসলামিক বক্তা জাকির নায়েক মালয়েশিয়ায় থাকতে পারবেন কিনা তা আজ (১৪ আগস্ট) নির্ধারণ হতে পারে। মালয়েশিয়ার মন্ত্রিসভায় জাকির নায়েকের বিষয়টি নিয়ে বুধবার আলোচনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ার মানবসম্পদবিষয়ক মন্ত্রী এম কুলাসেগারান জাকির নায়েককে মালয়েশিয়ায় থাকতে দিতে রাজি নয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের। মন্ত্রী এম কুলাসেগারান বলেছেন, অর্থপাচার ও ঘৃণা প্রচারের অভিযোগে ভারতে গিয়ে জাকির নায়েকের বিচারের মুখোমুখি হওয়া উচিত। জাকির নায়েক এখানে স্থায়ী বসবাসের অধিকার রাখেন না। এদিকে ওই মন্ত্রীর এমন বক্তব্যের পর বুধবার সাংবাদিকদের জাকির নায়েক বলেন, হিন্দু সংখ্যালঘুদের ওপর মালয়েশিয়া সরকারের ন্যায্য ও ইসলামিক আচরণ নিয়ে আমার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এদিকে, ভারতে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, এমন আশঙ্কায় জাকির নায়েককে ফেরত পাঠাতে চান না প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা এ খবর দিয়েছে। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: