সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৯ আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় পশু কোরবানি দিচ্ছেন মুসলমানরা। এদিকে, সৌদি আরবে ফজরের নামাজের পর মিনায় ফিরে জামারাতে শয়তানকে পাথর মারবেন হাজিরা। পরে সেখানে পশু কোরবানি দেবেন তারা। কোরবানির পরে কাবা শরিফে বিদায়ী তাওয়াফ এবং সাফা মারওয়া পাহাড়ে সাতবার সাঈ করে মক্কায় ফিরবেন হাজিরা। গতকাল আরাফাতের ময়দানে খুতবা পাঠের মাধ্যমে শেষ হয় হজের মূল আনুষ্ঠিকতা। কামনা করা হয় মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি। পরে মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ শেষে খোলা মাঠে রাত্রি যাপন করেন হাজিরা। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: