কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিরুদ্ধে শুনানির আবেদন খারিজ

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯

কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

আনন্দবাজার পত্রিকা জানায়, মঙ্গলবার এমএল শর্মা নামের এক আইনজীবী ভারত সরকারের জম্মু-কাশ্মীর পুনর্গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান।

আগের দিন রাজ্যসভায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে কেন্দ্র শাসিত রাজ্য হিসেবে ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে বেআইনি বলে ঘোষণা করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই আইনজীবী। কিন্তু বিচারপতি এনভি রমনার বেঞ্চ জানায়, ৩৭০ ধারা প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত শুনানির আবেদন গ্রহণ সম্ভব নয়।

ওই আবেদনে উল্লেখ করা হয়, কাশ্মীরের নেতাদের জোরপূর্বক গৃহবন্দি করে এই বিল পাস করানো হচ্ছে।

আইনজীবীর দাবি, ৩৭০ অনুচ্ছেদ খারিজ করার জন্য জম্মু-কাশ্মীর বিধানসভায় বিষয়টি নিয়ে আলোচনা জরুরি ছিল।

তবে সরকারের দাবি, যেহেতু জম্মু-কাশ্মীরে বিধানসভার অস্তিত্ব নেই, সেখানে রাষ্ট্রপতির শাসন চলছে। তাই রাষ্ট্রপতির ক্ষমতাবলেই এই নির্দেশ জারি করা হয়েছে।

৩৭০ ধারা প্রত্যাহার করে কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছিলেন জম্মু-কাশ্মীর পিপলস মুভমেন্টের নেত্রী শেহলা রশিদও। ফলে সুপ্রিম কোর্টের এই ঘোষণার ফলে পিছিয়ে আসতে হচ্ছে সাবেক আইএএস কর্মকর্তা শাহ ফয়সালের দলটিকেও। আপাতত তাদেরও কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে না।

Comments