চীনের সঙ্গে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং-এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুদেশের মধ্যে আইসিটি, বিদ্যুৎ, পানিসম্পদসহ মোট ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় চীনের গ্রেট হল অব পিপলে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দু’দেশের মধ্যে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

বেলা পৌনে ১১ টার দিকে শেখ হাসিনা গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে স্বাগত জানান লি খ্য ছিয়াং। পরে গ্রেট হল অব পিপলে তার সম্মানে প্রধানমন্ত্রী কেকিয়াং আয়োজিত এক মধ্যাহ্ন ভোজেও যোগ দেবেন শেখ হাসিনা।

এর আগে তিয়েনআনমেন স্কয়ারে গ্রেট হলের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। তোপধ্বনির পর সুসজ্জিত একটি বাদক দল দুই দেশের জাতীয় সংগীত বাজিয়ে শোনায়। অভ্যর্থনার আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় বৈঠক।

Comments