আসিয়ান সম্মেলন চলাকালীন ব্যাংককে ৩ জায়গায় বিস্ফোরণ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু হয়েছে। এরই মধ্যে রাজধানীর তিনটি পৃথক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৭টা থেকে সোয়া ৯টার পর্যন্ত এ ঘটনায় দু’জন পরিচ্ছন্নতাকর্মী ও একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। থাই পুলিশের বারত দিয়ে স্ট্রেইটসটাইমস জানিয়েছে, ব্যাংককের চায়েনগত্বানা গভর্নমেন্ট সেন্টার, চং নং সি বিটিএস স্টেশন এবং বিটিএস স্টেশনের সঙ্গে মাহানাকর্ন বিল্ডিংয়ের সংযোগকারী পথে এ বিস্ফোরণ ঘটে। পুলিশের দাবি, বিস্ফোরণের শব্দ খুব বেশি ছিল না। তবে হাতে তৈরি বোমায় এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা তাদের। থাইল্যান্ডে বোমা বিস্ফোরণের ঘটনাটি এমন সময় ঘটল যখন দেশটিতে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। রয়্যাল থাই পুলিশের একজন উপ-মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, যে কয়েকজন আহত হয়েছেন তাদের মধ্যে একজনকে চুলালংকর্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় এক্সপ্লোসিভ ডিসপোজাল টিম। তারা ঘটনাস্থলে বিস্ফোরক দ্রব্যের প্রাথমিক আলামত পেয়েছে। বিস্ফোরণের আগেই রাতে থাই পুলিশ সদরদপ্তরের সামনে একটি সন্দেহজনক প্যাকেট পায় নিরাপত্তা বাহিনী। ওই ঘটনাটির সঙ্গে সকালের বিস্ফোরণের যোগসাজশ আছে কি-না, তা নিয়ে কিছু বলছে না পুলিশ। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: