মধ্যপ্রাচ্যে ঈদ-উল-আযহা ১১ আগস্ট

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আগামী ১১ আগস্ট মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা পালিত হবে। কুয়েতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে। এছাড়াও আরব আমিরাত, সৌদিতে একই তারিখে ঈদ ঘোষণা করা হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২ আগস্ট (শুক্রবার) কাতারে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসাবে ১১ আগস্ট রোববার দেশটিতে ঈদ-উল-আযহা পালিত হবে।

কুয়েতের আবহাওয়াবিদ আদেল আল সাদোন কুনাকে বলেছেন, আগামী ১১ আগস্ট দেশে পবিত্র ঈদ-উল-আযহা পালিত হবে। সৌদি আরবেও একই দিন পবিত্র ঈদুল আজহা পালন করা হতে পারে।

এই আবহাওয়াবিদ বলেন, পবিত্র জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে ২ আগস্ট (শুক্রবার) এবং সৌদি আরবের মক্কা নগরীতে আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১০ আগস্ট (শনিবার) লাখ লাখ মানুষ সমবেত হবেন।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ-উল-আযহা ‍উদযাপনের পরদিন সাধারণত বাংলাদেশেও ঈদ পালিত হয়।

Comments