মোদিকে চিঠি লেখায় ভারতে ৪৯ বুদ্ধিজীবীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৯

ভারতজুড়ে অসহিষ্ণুতার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন দেশটির ৪৯ বুদ্ধিজীবী। সেই তালিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেন প্রমুখ। এবার তাঁদের বিরুদ্ধে বিহারের মুজাফফরপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিহার আদালতে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে এই মর্মে পিটিশন দাখিল করেছেন এক আইনজীবী।

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্রদ্রোহিতা-সহ কয়েকটি ধারায় যাতে এই বুদ্ধিজীবীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, পিটিশনে সেই আর্জি রয়েছে। পিটিশনে সাক্ষী করা হয়েছে কঙ্গনা রানাওয়াত, মধুর ভাণ্ডারকর, বিজয় অগ্নিহোত্রীদের। এঁরাই ৬১ জন মিলে পালটা চিঠি মোদির সমর্থনে চিঠি লিখেছিলেন।

অভিযোগ, ৪৯ জনের ওই চিঠিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। নরেন্দ্র মোদির কাজকেও ছোট করা হয়েছে। দেশটির আদালত সূত্রে খবর, আগামী ৩ আগস্ট বিহার আদালতে এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, মোদিকে লেখা চিঠিতে বলা হয়েছে, দেশজুড়ে গোমাংস খাওয়া নিয়ে রাজনীতি হচ্ছে, জয় শ্রীরাম না-বলায় পেটানো হচ্ছে। এমনকী হত্যা পর্যন্ত করা হচ্ছে। বারবার এটা হওয়া উচিত নয়।

অপর্ণা সেন সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলেন, কেন অন্য ধর্মের মানুষকে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানো হচ্ছে? আমি একজন হিন্দু। আমাকে যদি জোর করে এখন আল্লাহু আকবর বলতে বাধ্য করা হয়, তা হলে কি আমার ভালো লাগবে?

Comments