তাজমহলে পুজো করার হুমকি, নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৯

আওয়ার ইসলাম: ভারতের আগ্রায় মোঘল সম্রাট শাহজাহান স্ত্রীর স্মরণে নির্মাণ করেন বিখ্যাত স্থাপনা তাজমহল। তবে দেশটির উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা দাবি করে এটি সম্পূর্ণ একটি হিন্দু মন্দির। এরপরই সেখানে পুজো করার হুমকি দেয় তারা। শিবসেনার এমন হুমকির পরই বিশ্বনন্দিত এই স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে আগ্রা প্রশাসন।

জানা গেছে, আগ্রার শিবসেনা সভাপতি বিনু লাভানিয়া তাজমহলের ভেতরে পুজো করার হুমকি দিয়েছেন।

ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ একটি চিঠি লিখে রাজ্য প্রশাসনকে জানিয়েছেন, ১৯৫৮ সালের প্রাচীন সৌধ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ আইন অনুযায়ী, তাজমহলের মতো জায়গায় নতুনভাবে কোনো ধর্মাচরণ করা যাবে না। এর ভিত্তিতেই প্রশাসনের তরফে তাজমহল চত্বরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

গতবছর শিব আরতির ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ওই ভিডিও প্রকাশ্যে আসার পরে শুরু হয় চাঞ্চল্য। ভিডিওটিতে দেখা গেছে, তাজমহলের ভিতরে এক ব্যক্তি শিবের আরতি করছেন, আর অপর একজন তার সেই আরতির ভিডিও করছেন। সন্ধেয় তাজমহল ঘুরতে আসা দর্শকরা অভিযোগ করেন, ২ জন তাজের ভেতরের মার্বেলের মেঝেয় বসে শিবপুজো করছেন। সঙ্গে পুজোর সামগ্রীও রয়েছে।

Comments