গাজায় ইসরাইলি হামলায় ৯৭ ফিলিস্তিনি আহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯ গাজায় শুক্রবার ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৭ জন আহত হয়েছেন। গাজাবাসীদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের ভুখন্ড ছেড়ে দেয়ার দাবিতে ইসরাইলি সীমান্তের কাছে ওই বিক্ষোভ মিছিল করা হয়। খবর ডেইলি সাবাহর। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্র জানায়, ইসরাইলি হামলায় আহত আহদের মধ্য ৪৭ জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে দুজন চিকিৎসক ও দুজন সাংবাদিকও রয়েছেন। ২০১৮ সালের ৩০ এপ্রিল থেকে প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে নিজেদের ভূমি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন ফিলিস্তিনিরা। গত শুক্রবার ছিল এ আন্দোলনের ৬৭তম সপ্তাহ। এ পর্যন্ত এ আন্দোলনে অংশ নেয়া কমপক্ষে ২৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: ফিলিস্তিনি