প্রবল বৃষ্টিতে নেপালে বন্যা ও ভূমিধস, নিহত ৪৭ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৯ বন্যা ও ভূমিধসে নেপালে গত তিন দিনে ৪৭ জনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছে বহু সংখ্যক লোক। বৃহস্পতিবার থেকে টানা প্রবল বৃষ্টিতে দেশটির পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধসের সৃষ্টি হয়। দ্য গার্ডিয়ান জানায়, অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক, সেতুসহ সরকারি-বেসরকারি অনেক অবকাঠামো। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানায়, এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৭ জন। আহত হয়েছে ২৮ এবং নিখোঁজ রয়েছে ২৯ জন। এ মৌসুমের ভারী বর্ষণে দেশটির প্রায় ২৫টিরও বেশি জেলায় ১০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সাড়ে ২৭ হাজার পুলিশ কর্মী। দেশটির বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে প্রায় এক হাজার ১০৪ জনকে। এদিকে আরও দুই থেকে তিন দিন দেশটির বেশির ভাগ স্থানেই বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: