টিকটকে ভিডিও বানাতে গিয়ে বাথরুমেই কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯

ডেস্ক: টিকটকে ভিডিও বানাতে গিয়ে গলায় চেইন জড়িয়ে মৃত্যু হলো ১২ বছরের এক কিশোরের। ভারতের রাজস্থানের কোটা শহরে এ ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, জনপ্রিয় চীনা ভিডিও অ্যাপ্লিকেশন টিকটকে আসক্ত ছিল ওই কিশোর। মঙ্গলবার ভিডিও বানাতে গিয়ে নিজের বাড়ির বাথরুমে গলায় লোহার চেন জড়িয়ে মারা যায় সে।

জানা যায়, ষষ্ঠ শ্রেণির ছাত্র কৌশলকে যখন তার বাড়ির লোক উদ্ধার করে, তখন তার হাতে পরা ছিল ব্যাঙ্গেল আর গলায় মঙ্গলসূত্র। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, “টিকটক মোবাইল অ্যাপে কোনো ভিডিও রেকর্ডের প্রস্তুতির সময়ই কৌশলের মৃত্যু হয়েছে বলে তার বাবা-মায়ের ধারণা।”

এ ছাড়া কৌশল নানা ভিডিও গেমের প্রতি আসক্ত ছিল বলে পুলিশকে জানিয়েছেন তার বাবা-মা। তারা জানান, বাড়িতে অতিথি আসায় সোমবার সারা রাত জেগে ছিল কৌশল। আর পুরো রাতটাই সে মোবাইলে গেম খেলে।

এমএম/

Comments