কাশ্মির ইস্যুতে ট্রাম্প-ইমরান বৈঠক সোমবার

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

আগামী সোমবার কাশ্মির ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) তাদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে এক কূটনৈতিক সূত্র জানিয়েছে। জাতিসঙ্ঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইমরান খান।

ওই সূত্র জানায়, জাতিসঙ্ঘের অধিবেশন চলাকালে মার্কিন নেতার সাথে প্রধানমন্ত্রী ইমরান খান দু’টি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। ২৩ সেপ্টেম্বর প্রথম বৈঠক হতে পারে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি হবে প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ এশিয়ার নেতার সাথে দ্বিতীয় বৈঠক।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানি নেতার সাথে দেখা করার কয়েক ঘণ্টা আগে ২২ সেপ্টেম্বর টেক্সাসের হিউস্টনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটি যৌথ সমাবেশ করবেন। তবে এই যৌথ সমাবেশের আগে বা পরে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে ট্রাম্প-মোদি পৃথক বৈঠক করবেন বলেও আশা করা হচ্ছে।

Comments